মুসলিম ভেবে পথচারীদের ভিড়ে গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ৮

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ০৬:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মুসলমান ভেবে একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।-খবর এনডিটিভির

সানফ্রান্সিসকোর কাছের সান্নিভ্যালির পুলিশ জানায়, ঈসায় পিপলস নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি তার সামনে পড়া কেবল একটি পরিবারকেই লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। এখন তার বিরুদ্ধে হেটক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধের মামলা করা হয়েছে।

এক বিবৃতিতে সান্নিভ্যালির পাবলিক সিকিউরিটি জানিয়েছে, ওই ব্যক্তি জাতিগত বিদ্বেষের কারণে একটি পরিবারকে টার্গেট করে গাড়ি উঠিয়ে দিয়েছেন। তারা ধারনা ছিল, তারা মুসলমান পরিবার।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গাড়ি উঠিয়ে দেয়ায় একই পরিবারের তিন সদস্যসহ আট পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবা, তার ছেলে ও মেয়ে রয়েছেন। কিন্তু তাদের পরিবার ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি।

তবে ওই চালক সাবেক সেনা কর্মকর্তা জানিয়ে তার আইনজীবী দাবি করছেন, মানসিক অসুস্থতার দরুণই তার মক্কেল এমন অপরাধ করেছেন। কাজেই তার মানসিক চিকিৎসা দরকার।