বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের দু’দিন পর ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ০৬:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৩ বার।

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ হওয়ার দু’দিন পর আরমান হোসেন (৩০) নামে পোল্ট্রি ব্যবসায়ীর লাশ মিলেছে। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার বেলতলি এলাকায় রেল লাইনের পাশের একডি ডোবার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। 
নিহত আরমান আদমদীঘির কোমালদোগাছি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। গত ২৫ এপ্রিল সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। যেখানে আরমানের লাশটি উদ্ধার করা হয়েছে সেটি তার বাড়ি থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা আরমানকে হত্যার পর তাকে ওই ডোবায় ফেলে রাখা হয়েছিল। তবে কে বা কারা তাকে কেন হত্য করেছে তা পুলিশ এখনও জানতে পারেনি।
আবু বক্কর ছিদ্দিক জানান, গত ২৫ এপ্রিল সকালে তার ছেলে আরমান হোসেন পোল্ট্রি খামারে কাজ করছিলেন। এ সময় কে বা কারা ফোন দিয়ে তাকে ডেকে নেয়। এরপর সকাল ৯টায় সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তার কিছুক্ষণ পর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও আরমানের কোন সন্ধান মেলেনি। পরদিন আদমদীঘি থানায় একটি জিডি করা হয়। 
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে বেলতলি এলাকায় রেললাইনের পাশে ডোবায় ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা আদমদীঘি থানায় খবর দেয়। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশটি নিখোঁজ আরমানের বলে স্বজনরা সনাক্ত করে। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে এখনও ক্লু পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে। তিনি বলেন, ‘ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তদন্তের কাজ আরও এগিয়ে নেওয়া  সম্ভব হবে।’