মোদিকে কাঁকড় মেশানো রসগোল্লা পাঠাব: মমতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ০৬:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাদা আর কাঁকড় মেশানো রসগোল্লা পাঠাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, 'আমি নরেন্দ্র মোদিকে রসগোল্লা পাঠাব। তবে, তার ভেতরে কাদা আর কাঁকড় মেশানো থাকবে। যেমনভাবে লাড্ডুতে কাজুবাদাম থাকে, তেমন। একটা কামড় দেবে, দাঁত ভেঙে পড়ে যাবে।'

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ভারতের আসানসোল জনসভায় গিয়ে মোদিকে আক্রমণ করে রসগোল্লা পাঠানোর উপহাস করেন মমতা। কয়েকদিন আগে ঠিক এখানেই নরেন্দ্র মোদি বলেছিলেন যে, 'মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলার মিষ্টি পাঠিয়েছেন। বছরে একবার বা দু'বার হাতে তৈরি পোশাকও পাঠান।' মোদির এই কথার জবাবে তাকে রসগোল্লা পাঠানোর কথা বলেন মমতা।

অক্ষয় কুমারের এক প্রশ্নের জবাবে মোদি বলেছিলেন, 'আমি জানি না, এই কথাটি বলার জন্য রাজনৈতিকভাবে আমার কোন ক্ষতি হবে কি না। তবে, ঘটনাটি হল, মমতা দিদি আমাকে প্রতি বছরই বেশ কয়েকটি পোশাক পাঠান উপহার হিসেবে। এছাড়া, তিনি যখন জানতে পেরেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশেষ ধরনের বাঙালি মিষ্টি পাঠান, তারপর থেকে তিনিও আমাকে বছরে একবার কি দু'বার বাংলার মিষ্টি পাঠাতে শুরু করেন।'

ওইদিনই আরেক সভায় মমতা বলেছিলেন, 'অতিথিকে আপ্যায়ন করার সময় মিষ্টি আর উপহার দেওয়া বাংলার রীতি।' তারপরই তিনি ব্যঙ্গ করে বলেন, 'উনি এরপরও বাংলা থেকে রসগোল্লাই পাবেন! কারণ, একটা আসনও তো জিতবেন না!'

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে সাত ধাপে ভোটগ্রহণের পর আগামী ২৩ মে ভোট গণনা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।