আরও একটি রেকর্ড মেসির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ০৬:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

লেভান্তেকে হারিয়ে তিন ম্যাচ আগেই লা লিগা শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বার্সেলোনা। এতে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন দলটির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। কাতালান ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে দশবার স্পেনের শীর্ষ লিগের শিরোপা জয়ের কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন।

কাম্প নউয়ে শনিবার লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলটি করেন মেসি। টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টমবারের মতো লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। স্পেনের শীর্ষে লিগে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন দলটি এই নিয়ে ২৬ বার চ্যাম্পিয়ন হলো।

এই সাফল্যে আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশিবার লিগ শিরোপা জয়ের রেকর্ড নিজের করে নেন মেসি। এতদিন দুজনেরই নয়বার করে লা লিগা জয়ের রেকর্ড ছিল।

তবে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ১২বার শিরোপা জয়ের রেকর্ডটি রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় পাকো গেন্তোর দখলে। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে ১২ বার লিগ শিরোপা জিতেছিলেন তিনি।