বগুড়ায় কলেজ ছাত্র নাহিদের দাফন সম্পন্নঃ মামলা হয়নি এখনও

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ০৭:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩০ বার।

বগুড়ায় নিহত কলেজ ছাত্র নাজিবুর রহমান নাহিদ হত্যার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। স্বজনরা জানিয়েছেন এদিন সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।

নিহত নাহিদের মামা পিন্টু জানান,পুরো পরিবার শোকাগ্রস্থ হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে। তবে প্রস্তুতি চলছে। তিনি বলেন নাহিদকে কারা হত্যা করেছে তা এরই মধ্যে আমরা জানতে পেরেছি এবং পুলিশকেও তা জানানো হয়েছে। 

বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাহিদকে শনিবার দুপুরে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। সে ওই দিন পরীক্ষা দিয়ে এক সহপাঠীকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিল।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এখনও মামলা না হলেও তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ওসি আরও জানান, প্রেম ঘটিত বিরোধে নাহিদকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।