নিয়াতমপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক কর্মশালা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯২ বার।

নওগাঁর নিয়ামতপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এএনএনএডি) এর আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্র রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, ডাঃ মোহাম্মাদ নূর আলম দীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সেলিম উদ্দিন। কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ অংশ গ্রহন করেন।