দুপচাঁচিয়ায় খামারী সমাবেশ অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট(পিআইইউ) প্রাণিসম্পদ অঙ্গ প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় ও দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সিআইজি, ননসিআইজি সদস্যদের নিয়ে খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও গুনাহার প্রাণিসম্পদ দপ্তরের সিল রুহুল আমিন শেখের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সমাজসেবক আতোয়ার হোসেন, খামারী স্বর্ণা বেগম, সেকেন্দার আলী, ফজলে রাব্বী সোহাগ প্রমুখ। সমাবেশে ৫০জন নারী-পুরুষ খামারী অংশগ্রহণ করেন।