নওগাঁয় সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩২ বার।

নওগাঁয় মোটরসাইকেলেরে ধাক্কায় মাহবুল আলম নামে এক ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী নিহত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে নওগাঁ-সান্তাহার রোডে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বড়মহেষপুর গ্রামের আজগর আলীর ছেলে এবং জয়পুরহাট জেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপ-সহকারি পরিচালক একেএম মোরশেদ বলেন, মাহবুল আলম পরিবার নিয়ে শহরের পার-নওগাঁয় ভাড়া থাকতেন। গত শনিবার রাতে সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য ফায়ার সার্ভিস স্টেশনে আসছিলেন। দেখা করে যাওয়ার পথে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাহবুল আলম মারা যান। রোববার নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে বেলা ১১টার দিকে নামাযে জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ি বড়মহেষপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।