‌শেরপুরে ‌'পবিত্রতা রক্ষা’র নামে মাঠে খেলাধুলা নিষিদ্ধ!

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৮ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

‘পবিত্রতা’ রক্ষার নামে বগুড়ার শেরপুর উপজেলা সদরের শহীদিয়া কামিলর মাদ্রাসা মাঠে খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারা। অবিলম্বে ওই মাঠটি খেলার জন্য উন্মুক্ত রাখার দাবিতে সুমন মেমোরিয়াল ক্রিকেট  ক্লাবের পক্ষ থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা মাঠে দীর্ঘদিন ধরে ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলা এবং অনুশীলন চালিয়ে আসছিলেন সুমন মেমোরিয়াল ক্রিকেট ক্লাবের সদস্যরা। কিন্তু গত ২৭ জুলাই মাদ্রাসা কর্তৃপক্ষ হঠাৎ করেই তাদের মাঠে খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করে। পরে ওই নিষেধাজ্ঞা সম্বলিত একটি সাইনবোর্ডও টাঙ্গিয়ে দেওয়া হয়। বিশেষ বিজ্ঞপ্তি শিরোনামে সাইনবোর্ডে লেখা হয়েছে “এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মাদ্রাসা ক্যাম্পাস ও ঈদগাহ্ মাঠের ‘পবিত্রতা’ রক্ষায় মাঠে গরু, মহিষ, ছাগল, ভেড়া চড়ানো এবং সর্বপ্রকার খেলাধুলা নিষিদ্ধ। আদেশক্রমে মাদ্রাসা ও ঈদগাহ্ মাঠ কর্তৃপক্ষ।”
তবে মাঠে খেলা নিষিদ্ধ ঘোষণার কারণ জানতে চাইলে ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।  তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মাঠটি উন্মুক্ত করার দাবিতে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।