পাকিস্তান ফেরা হচ্ছে না পারভেজ মোশাররফের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ শনিবার এক বিবৃতিতে জানিয়েছিলেন আগামী ১ মে তিনি দেশে ফিরবেন।

পাকিস্তানে তার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির জন্য ২ মে তাকে আদালতে তলব করা হয়। খবর দ্য ডনের।

এ জন্যই তিনি ১ মে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা মোটেও ভালো নয়। দুবাইয়ে তার চিকিৎসা চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ অবস্থায় কোনোভাবেই তার পাকিস্তান যাওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালে ৭৫ বছর বয়সী এ সাবেক জেনারেলকে রাষ্ট্রদোহ মামলায় অভিযুক্ত করেন একটি বিশেষ আদালত।

২০১৬ সালে চিকিৎসার জন্য দুবাই পাড়ি দেন তিনি। এর পর আর দেশে ফেরেননি পারভেজ মোশাররফ।

গত মাসে বিরল রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও তার চিকিৎসা চলছে।

মোশাররফের আইনজীবী সালমান সফদার শনিবার জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেয়ার জন্য দেশে ফিরছেন পারভেজ মোশাররফ।