নুসরাত হত্যার তদন্তে এখন পর্যন্ত সন্তুষ্ট হাইকোর্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত নিয়ে এখন পর্যন্ত সন্তষ্ট হাইকোর্ট। 

হত্যা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা এক রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘এখন পর্যন্ত তদন্ত সুষ্ঠুভাবে চলছে। এই মুহূর্তে হস্তক্ষেপের যৌক্তিক কারণ দেখছি না।’ 

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই মন্তব্য করেন। খবর সমকাল অনলাইন

এর আগে নুসরাত হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটটি শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। পাশাপাশি অভিযুক্ত মাদ্রাসার কমিটির সদস্যদের বিচার চেয়ে সম্পূরক একটি আবেদনও দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম অব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি আদালতকে বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে তাতে আশা করছি এ মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে। পিবিআইকে তদন্তে সব রকমের স্বাধীনতা দেওয়া আছে। পরে আদালত রিটের অন্যান্য বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৫ মে দিন ধার্য করেন।’

ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, ‘সব কিছু মিলিয়ে পিবিআইয়ের কাজে আদালতকে সন্তষ্ট প্রতীয়মান হয়েছে। ফলে বিচারপতিরা চান না যে আদালতের কোনও আদেশে মামলাটির তদন্ত প্রভাবিত হোক।’ 

গত ১৭ এপ্রিল নুসরাত হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিট আবেদনে নুসরাতের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়। পাশাপাশি মামলাটি র‌্যাবের কাছে স্থানান্তর ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মামলাটি দ্রুত বিচারেরও আবেদন করা হয়েছে। এছাড়া একই রিট আবেদনে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার-মেহেরুন রুনি, সোহাগী জাহান তনু, মাহমুদা আক্তার মিতুসহ আলোচিত মামলাগুলোর তদন্তের অগ্রগতি কী তা আদালতকে অবহিত করতে সংশ্নিষ্টদেরকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে।