বগুড়ায় কৃষক লীগের মানবন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২৯ অগাস্ট ২০১৮ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বুধবার বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে কৃষক লীগের পাশাপাশি আওয়ামী লীগেরও বিপুল সংখ্যক নেতা-কর্মী  অংশ নেন। বক্তারা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  একই সঙ্গ ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে।  ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই হত্যা মামলার বিচার সম্পন্ন হয়। ওই হত্যাকাণ্ডের ২৯ বছর পর ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়।  শেখ হাসিনা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও ২৪ নেতা-কর্মী নিহত এবং বিপুল সখ্যক আহত হন। বর্তমানে ওই মামলার বিচার কাজ শেষ পর্যায়ে।  

বুধবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করতে গিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, আগস্ট মাস শোকের মাস । কিন্তু আমরা এই শোককে শক্তিতে পরিণত করেছি এবং বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আপনাদের সবার সহযোগিতা করতে হবে। মানববন্ধনে কৃষক লীগ বগুড়া জেলা সভাপতি আলমগীর বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।