এবার মার্কিন নাগরিককে নিয়ে নির্বাচনি প্রচারে বিজেপি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

কিছুদিন আগে বাংলাদেশি অভিনেতা তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপির দেখানো পথেই হাঁটলো তৃণমূল। এবার দ্য গ্রেট কালিকে নিয়ে প্রচার করায় বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। 

কালিকে নিয়ে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে যান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।কালিকে একনজর দেখার জন্য রাস্তায় উপচেপড়ে ভিড়। রোড শো-তে বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গেছে গ্রেট কালিকে। কালির আমেরিকার নাগরিকত্ব আছে। একজন মার্কিন নাগরিক হয়ে কালি বিজেপির প্রচারে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে এ বিষয়ে আইনি চিঠি দিয়েছে তৃণমূল। খবর জিনিউজের

এ ঘটনায় অভিযোগ করেছে তৃণমূল। কালির আমেরিকার নাগরিকত্ব আছে। একজন মার্কিন নাগরিক হয়ে কালি বিজেপির প্রচারে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে এ বিষয়ে আইনি চিঠি দিয়েছে তৃণমূল। একই অভিযোগ জানিয়েছে কংগ্রেসও।

প্রসঙ্গত, ভারতে জন্মগ্রহণ করলেও ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন কালি।

এর আগে বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও গাজি নূর তৃণমূলের প্রচারে অংশগ্রহণ করায় কমিশনে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই ঘটনায় ফিরদৌস ও গাজি নূরকে ভারত ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।