গুগলে সার্চ রেজাল্ট মুছে দিচ্ছে থানোস!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

সারাবিশ্ব কাঁপছে অ্যাভেঞ্জার্স জ্বরে। সেই প্রভাব পড়েছে সার্চ ইঞ্জিন গুগলেও। মার্ভেলপ্রেমীদের জন্য বিশেষ চমক এনেছে তারা। থানোসের এক চুটকিতে একে একে মুছে যাচ্ছে সব সার্চ রেজাল্ট। ঠিক যেমনটি হয়েছিল ইনফিনিটি ওয়ারে। ব্রহ্মাণ্ডের অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ডক্টর স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে ডুবে গিয়েছিল একের পর এক সুপারহিরো। এবার যেন সেই অবস্থা হল গুগলেরও।

এক বছর প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এই নয়া চমক গুগলের, যাতে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উঠে আসবে। সেই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা।

ডান দিকের এই থানোসের ধাতব দস্তানায় ক্লিক করলে মুছে যাচ্ছে সার্চ রেজাল্ট

ওই দস্তানার উপর ক্লিক করলেই হল। থানোসের চুটকিতে একে একে সব সার্চ রেজাল্ট মুছে যেতে শুরু করবে। তবে মুছে যাওয়া সব কিছু ফিরিয়ে আনার ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে দস্তানার উপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তা হলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সব কিছু রিস্টোর করে দেবে থানোস।

বিশেষ দিনগুলিতে নানা রকমের ডুডল এমনিতেই তৈরি করে গুগল। এ ছাড়াও নানা ধরনের চমক রয়েছে তাদের ঝুলিতে। যেমন, ইংরেজিতে ‘ডু আ ব্যারেল রোল’ লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট সহ পাতাটি ৩৬০ ডিগ্রি ঘুরে ফের সোজা হয়ে যাবে। ভিডিও গেমসের শখ থাকলে ‘zerg rush’ লিখে সার্চ দিলে পাতার উপর নেমে আসবে অজস্র ছোট হাতের ‘o’। মাউস নিয়ে সেগুলির উপর ক্লিক না করতে পারলে সমস্ত সার্চ রেজাল্ট মুছে যাবে। তাই থানোসকে নিয়ে তাদের এই চমক নজর কেড়েছে মার্ভেলপ্রেমীদের।