বগুড়ার ধুনটে খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

বগুড়ার ধুনট উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। সোমবার দুপুর ১২টায় সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয় করার দাবীতে ওই কর্মসূচি পালিত হয়। পরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের নেতা কমরেড সাহা সন্তোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কৃষক সংহতি’র বগুড়া জেলা কমিটির নেতা কমরেড শাহাদৎ হোসেন শান্ত, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের নেতা কমরেড আমিনুল ইসলাম, কৃষক মজুর সংহতির নেতা কমরেড আব্দুর রশিদ, সমাজতান্ত্রি ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের নেতা কমরেড সাইফুজ্জামান টুটুল এবং বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির নেতা কমরেড হাসান আলী শেখ। 

বক্তারা বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে ধানসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে। সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধানসহ ফসল ক্রয় করতে হবে।