নওগাঁয় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক হ্যানিমানের ২৬৪ তম জন্ম বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭৯ বার।

ফেষ্টুন উড়ানো, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিমানের ২৬৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সোমবার সকালে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহ আল সাফায়েত শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যেন্যার মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডর সদস্য ডাঃ মিল্লাত হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আহমেদ আলী স্বপন, কোষাধ্যক্ষ এ্যাডঃ কাজী আতিকুর রহমান, অভিভাবক সদস্য পরিচালনা পরিষদের দেলোয়ার হোসেন মোনা, তাজুল ইসলাম বুলবুল, শিক্ষক প্রতিনিধি ডাঃ সেকেন্দার আলী, নওগাঁ সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রবিউল আউয়াল, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শাহ গাজী, বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক হেলেনা আক্তার, খোরশেদ আলম, রোকনুজ্জামান, আব্দুর রউফ, রুবেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় র‌্যালী ও আলোচনা সভায় কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।