রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯ ১৩:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রোজার অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। খবর ইউএনবির

বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, নতুন সূচিতে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

ড. আরেফিন জানান, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে রোজায় নতুন এ সূচি অনুসরণ করতে বলা হয়েছে।

তবে ব্যাংক, কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই রমজান মাসে তাদের অফিস সময় নির্ধারণ করবে বলে জানান তিনি।