'তৃণমূল কংগ্রেসের ৪০ জন এমপি মোদির সঙ্গে যোগাযোগ রাখে'

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

তৃণমূল কংগ্রেসের ৪০ জন এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন বলে দাবি করেছেন তিনি। সোমবার পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলেই ওই ৪০ জন এমপি দলত্যাগ করবেন। খবর এনডিটিভির।

পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে মোদি বলেন, দিদি জানেন কয়েকটি আসনে লড়েই প্রধানমন্ত্রী হওয়া যায় না। আসলে দিল্লির বাহানা দিয়ে ভাতিজাকে রাজ্যে প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি। এই খেলা রাজ্যের মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ আমাদের যত পছন্দ করছে, ততই দিদি রেগে যাচ্ছেন। এখন এমন অবস্থা যে নিজের কর্মীরাই তার কাছে যেতে ভয় পাচ্ছে।

পশ্চিবঙ্গে সোমবার দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেন নরেন্দ্র মোদি।

হুগলি জেলার শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় মোদি বলেন, গণতন্ত্রকে ঠকাবেন না। আপনি বা আপনার গুন্ডারা যাই করুন রাজ্যের মানুষ নিজেদের মন প্রস্তুত করে নিয়েছে। ২৩ মে ফলাফল ঘোষণার দিন বাংলাজুড়ে শুধু পদ্মফুল (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটবে।

আমরা বারবার বলছি সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ভারত গড়তে হবে। আর বিরোধীরা মোদিমুক্ত ভারত চাইছে। দিদি-বাম বা কংগ্রেস ভালোভাবেই জানে মোদিকে গালিগালাজ না করলে ওদের প্রচার করার কিছু থাকবে না।

পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের ২৫টিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।