ধুনটে ফসল ক্লিনিক পরির্দশন করলেন জেলা প্রশাসক

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ০৮:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ডিজিটাল ফসল ক্লিনিক পরিদর্শন করেছেন। এসময় তিনি ওই ক্লিনিকের কার্যক্রম সর্ম্পকে খোঁজ খবর নেন। এছাড়া ফসলের ক্লিনিকে চিকিৎসানিতে আসা কৃষকদের সাথে কথা বলেন। 

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা’র উদ্ভাবনী ‘ডিজিটাল ফসল ক্লিনিক’ পরিদর্শন করেছি। প্রান্তীক কৃষকের সাথে যোগাযোগ ও তাদের ফসলের রোগ বালাইয়ের জন্য ‘ডিজিটাল ফসল ক্লিনিক’ একটি চমৎকার ও অনন্য উদ্যোগ।

পরিদর্শনকালে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ফসলের রোগ হলে সঠিক চিকিৎসা এবং বিশেষ করে সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগ করা জরুরী হয়ে পরে। কৃষক ব্যবসায়ীর কাছে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কীটনাশক কেনেন এবং সঠিক নিয়মছাড়া কীটনাশক ব্যবহার করেন। এতে ফসলের, কৃষকের এবং পরিবেশের ক্ষতি হয়। ফসলের সঠিক চিকিৎসা এবং সঠিক ভাবে কীটনাশক ব্যবহারের উদ্দেশ্যে ডিজিটাল ফসল ক্লিনিকট উদ্ভাবন করি। কৃষি অফিসে স্থায়ী ভাবে ডিজিটাল ফসল ক্লিনিক রয়েছে। তবে কৃষকের সুবিধার্থে বিভিন্ন সময়ে অঞ্চল ভেদে ভ্রাম্যমান ডিজিটাল ফসল ক্লিনিক থেকেও চিকিৎসা দেওয়া হয়। এছাড়া প্রতিটি কীটনাশকের দোকানে ডিজিটাল ফসল ক্লিনিকের নাম্বার দেওয়া হয়েছে। ক্লিনিকের নির্ধারিত মোবাইল ফোনে কল করে ফসলের চিকিৎসা নিয়ে পারেন কৃষক