বগুড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক আইনের প্রশিক্ষণ নিলেন

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ৩০ অগাস্ট ২০১৮ ১৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৯ বার।

বগুড়ায় স্কুল-কলেজের স্কাউটস্, গার্লস গাইড, রোভার, বিএনসিসির সদস্যসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ নিলেন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ওই প্রশিক্ষণ কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক এবং ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা করা হয়।


স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। কর্মশালায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ মোট ৮০জন অংশ নেন।

কর্মশালায় ট্রাফিক আইনের সকল চিহ্ন, আইন, গাড়ির চালকদের যোগ্যতা এবং দূর্ঘটনা পরবর্তী সময়ে নাগরিকদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া বাল্য বিবাহ রোধ, মাদকাসক্তি থেকে মুক্তির উপায়, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা এবং ইভটিজিং প্রতিরোধে তরুণদের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়েও বিশেষজ্ঞরা আলোচনা করেন।

বগুড়ার জেলা প্রশাসক তরুণদের উদ্দেশ্যে বলেন, তরুণরাই সবকিছু বদলে দিতে পারে। তাই আর কারও জন্য আর অপেক্ষা নয়, এখন সময় পরিবর্তনের। আমিই পারি- এই স্লোগানে এখন সকলকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে।


কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরও বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. নুসরাত ও খাইরুন নাহার।