নওগাঁয় জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে জেলা পুলিশের মত বিনিময়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

জঙ্গীবাদ,সস্ত্রাস মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে নওগাঁ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক গোলাম মোস্তাফা, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা সভাপতি ক্বারী মাওলানা রমজান আলী, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ আল কাদরী, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সমাজ থেকে জঙ্গীবাদ মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার ইমাম মোয়াজ্জিম, শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।