বগুড়ায় ক্যান্টের এইচএসসি পরিক্ষার্থী নাহিদ খুনে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৬ বার।

বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র এইচএসসি পরিক্ষার্থী নাজিউর রহমান নাহিদ(১৯) খুনে ব্যবহার করা মোটর সাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। রিমান্ডে নেয়া আসামী রবিউলের দেয়া তত্থ্য অনুযায়ী সোমবার দিবাগত রাতে সুমনের বাড়িতে থেকে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই মামলার অন্য আসামী নিরব, রিয়াদ, সুমন এবং রাকিব এখনো পলাতক রয়েছে। হত্যায় ব্যবহৃত চাকু এখনো উদ্ধার হয়নাই।


গত ২৭এপ্রিল শনিবার দুপুর দেড়টার দিকে ডেমাজানি সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ কেন্দ্রে এইচএসসি পরিক্ষা শেষে সহপাঠির সাথে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলো নাহিদ। পথে ঘাষিড়া গ্রামের রাস্তায় একটি পোল্ট্রি ফার্মের পার্শ্বে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামীরা। স্থানীয়রা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় নাহিদের। ত্রীভূজ প্রেমকে কেন্দ্র করে বন্ধুদের হাতে নাহিদ খুন হয় বলে নিশ্চিৎ করেছেন পুলিশ।


মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই শুশান্ত জানান, রিমান্ড শেষে রবিউল’কে গতকাল মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশের কাছে স্বীকার করে খুন করার পূর্বে বাজাজ কম্পানির লাল রঙের ডিসকভার মোটর সাইকেল নিয়ে নিরব, রিয়াদ এবং সুমন মোস্তাইল বাজারে চা খেয়ে ঘাসিড়া গ্রামের পাকা রাস্তায় বেশ কয়েক বার ছোটা ছুটি করেছিলো। পরিক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাহিদের পেটে ছুরিকাঘাত করে ওই মোটর সাইকেল নিয়ে সবাই পালিয়ে যায়। সোমবার দিবাগত রাতে সুমনের বাড়ি থেকে সেই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। জড়িত অন্যদের গ্রেফতারে সব ধরণের চেস্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।