শেরপুরে সততা সংঘের উদ্যোগে দিনব্যাপি আনন্দ মেলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

বগুড়ার শেরপুরে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের উদ্যোগে  মঙ্গলবার  আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এই মেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙনে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি সবার দৃষ্টি আর্কষণে শ্রেণীকক্ষগুলো সুসজ্জিত করা হয়। এরপর চলে পিঠা-পুলি উৎসব, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আনন্দ মেলায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এটিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, শেরপুর ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, ধর্মকাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাসব্যাপি এই উপজেলার ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের আনন্দ মেলা আয়োজন করা হয়। মেলায় দুর্নীতি বিরোধী আলোচনাসভা-সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান চর্চার লক্ষ্যে বিজ্ঞান মেলা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি চলে পিঠা-পুলি উৎসব। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী করা গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা সবাইকে মুগ্ধ করে। পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, নকশি পিঠা, জামাই পিঠা, ডালের পিঠাসহ নানা ধরণের পিঠা। চমকপ্রদ নানা কর্মসূচির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরী করাই এই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে বলে এই শিক্ষা কর্মকর্তা জানান।