ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দুই ফল ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৬ বার।

মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রির অপরাধে বগুড়ায় দুই ফল ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের স্টেশন রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দীনের নেতৃত্বে ওই অর্থদণ্ড দেয়া হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় প্রায় ৩ ঘণ্টার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি ও সেবা গ্রহীতার জীবন বিপন্ন করার অপরাধে আদালত মিল্লাহ ফল ভাণ্ডারের মালিক মতিয়ার রহমানকে দেড় লাখ এবং খুকুমনি ফল ভাণ্ডারের মালিক খোকনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ।