ধুনটে অটিজম বিষয়ক কর্মশালা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০১৯ ০৬:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ'র সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও মথুরাপুর আমেনা ময়েন আলিম মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন সরকার। 

দিনব্যাপী কর্মশালায় বিষয়ক ভিত্তিক আলোচনা করেন প্রশিক্ষক সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক আবু সাইদ এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার।

সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ইমাম, অটিজম শিশুর পরিবারসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।