বগুড়া উদীচী’র রজত জয়ন্তী’র উৎসব কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের উদ্দ্যোগে গত ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে উদীচী টেম্পল রোডস্থ সংগঠন কার্যালয়ে উদীচীর সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু’র সভাপতিত্বে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হতাশা নৈরাজ্য আর পরাধীনতার গ্লানি ছিন্ন করে শৃঙ্খলিত মানুষ যখন জেগে উঠেছিল ঠিক তেমনি এক মুহুর্তে ঢাকা মহানগরিতে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সত্যন সেন এর নেতৃত্বে যে উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়ে ছিল। তারই ধারাবাহিকতা বগুড়ায় সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্প্রদায়িক ও অপসংস্কৃতির অবসান ঘটিয়ে শোসনমুক্ত সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে নিপীড়িত লাঞ্ছিত মানুষের জয়ের গান গাওয়ার অঙ্গিকার নিয়ে একই সালে বগুড়ার বিশিষ্ট সমাজসেবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ডা: নূরুল হক ও কবি মনোজদাস গুপ্তের নেতৃত্বে গড়ে উঠেছিল বগুড়া উদীচী। এরপর থেকে আজ অব্দি এই সংগঠনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
গৌরবের ৫০ বছর পালন উপলক্ষে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্য রাখেন ফিজু চৌধুরী, শোয়েব শাহরিয়ার, তৌফিকুল আলম টিপু, আমিনুল ফরিদ, লুৎফর রহমান, সন্তোস পাল, সমর কুমার দাস, দেবুবত্র মৈত্র, বেলাল, মিলন, বিপুল, মাসুদ, আরিফুল হক খান  রনিক প্রমুখ সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব। ফিজু চৌধুরীকে আহ্বায়ক, শোয়েব শাহরিয়ার ও মাহমুদুস সোবহান মিন্নু কে যুগ্ম আহবায়ক, সদস্য সচিব এস. এম শাহীদুর রহমান বিপ্লব সহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।