খোলা হ‌লো এটিএম শামসুজ্জামানের লাইফ সা‌পোর্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০১৯ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৫ বার।

চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায়ন শুক্রবার সকালে প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হ‌য়ে‌ছে।  বর্তমা‌নে আই‌সিইউ‌তে নি‌বিড় পর্যবেক্ষণে রাখা হ‌য়ে‌ছে তা‌কে। এক‌দিন পর্য‌বেক্ষ‌ণের পর পরবর্তী সিদ্ধান্ত  নেয়া হবে বলে জানিয়েছেন চি‌কিৎসকরা।খবর সমকাল অনলাইন।

এটিএম শামসুজ্জামান এখন স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারছেন। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।  তবে চিকিৎসকেরা তাকে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।  জানান, কোয়েল আহমেদ।  এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে তিনি। 

এর  আগে গত  বুধবার রাজধানীর গেন্ডা‌রিয়ায় আজগর আলী হাসপাতালে চি‌কিৎসাধীন এটিএম শামসুজ্জামান‌কে দেখ‌তে যান তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী।  তারা দুজনই জানান, প্র‌য়োজ‌নে এ‌টিএম শামসুজ্জামান‌কে বি‌দে‌শে নি‌য়ে উন্নত চি‌কিৎসার সব ব্যবস্থা কর‌তে প্রস্তুত আ‌ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌বি‌শেষজ্ঞ চি‌কিৎসকরাও দেখ‌তে যান এবং শিল্পীর চি‌কিৎসার খোঁজ-খবর নেন।

আ‌গে ২৬ এপ্রিল শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে এটিএম শাসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। মলত্যাগে জটিলতা দেখা দেওয়ায় পরদিন শনিবার তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সেরে উঠেছিলেন এটিএম শামসুজ্জামান। আইসিইউ থেকে তাকে কেবিনেও নেওয়া হয়। 

সোমবার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আবার তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বেলা ৩টার দিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়ে‌ছি‌লো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শক্তিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গল্পকার ও নাট্যকার এটিএম শামসুজ্জামানকে।