ফণি’র প্রভাবে বগুড়ায় দিনভর বৃষ্টি: শনিবারও অব্যাহত থাকবে

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০১৯ ১৪:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯২ বার।

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে বগুড়াসহ উত্তরাঞ্চলে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছু বাতাসও বইছে। ঘূর্ণিঝড় ‘ফণি’ দুর্বল হয়ে যাওয়ার খবরে এর ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানার পর ফণি দুর্বল হয়ে পড়েছে। ফলে সেটি আরও দুর্বল হয়ে শুক্রবার মধ্যরাত কিংবা ভোরে খুলনা অঞ্চলে আঘাত হানতে পারে।

বগুড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানিয়েছেন, শনিবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।