ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার

রমজানের আগেই বগুড়াকে পকেটমার মুক্ত করার ঘোষনা

অরুপ রতন শীল
প্রকাশ: ০৪ মে ২০১৯ ১৫:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭২৯ বার।

বগুড়ায় রমজানে পকেটমার মুক্ত সহ শহরের বিভিন্ন মার্কেটের সামনে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত নেতাকর্মীরা শহরে যানজট নিরসণে লাইসেন্সবিহীন এবং অবৈধ যানবাহন, রমজানে যানজটমুক্ত এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেখতে চান।  এতে প্রতি বছরের ন্যায় পুলিশের সুনজর রাখার  আহবান জানান তারা। 

ব্যবসায়ী আনোয়ার হোসেন রানা জানান, যে সকল পথে গুরুত্বপূর্ন মার্কেট রয়েছে সেই পথে ব্যাটারীচালিত রিকশা এবং সিএনজি চলাচলে নিয়ন্ত্রণ রাখতে হবে। এতে পুলিশের পাশাপাশি প্রতিটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কর্মীদের সড়কে থাকার তিনি সুপারিশ করেন।  

ব্যবসায়ীদের নেতা পরিমল প্রসাদ রাজ বলেন, ‘রমজানে যানজট নিরসণে আমাদের মালবাহী ট্রাক গত বছরের ন্যায় রাত সাড়ে ১০ টায় শহরে প্রবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তী জানান, রমজানে থানা মোড় থেকে দত্তবাড়ি পর্যন্ত পকেটমারদের আনাগোনা বাড়ে। এতে জনসাধারণ বোকার  মত তাদের  টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী হারিয়ে ফেলে। 
তিনি  বলেন,  ‘আমি এসকল পকেটমারদের তালিকা করেছি যা সদর তাহান্য জমা দিবো। আশা করি পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।'

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, শহরের  গুরুত্বপূর্ন পয়েন্ট এবং মার্কেটের সামনে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। রমজান মাসে রাস্তা যেন খালি থাকে এজন্য  রাস্তায় যেন যত্রতত্র পার্ক করা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। 

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও জানান, পুলিশের পাশাপাশি বিভিন্ন মার্কেটে স্বেচ্ছাসেবী কর্মীদের কাজ করতে হবে। এজন্য দ্রুত কর্মীদের নামের তালিকা চেয়ে বলেন, ‘আমরা এসকল কর্মীদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করবো। যাতে তারা  কাজ করতে  কোন সমস্যার সম্মুখীন হতে হয়।'

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে রাত সাড়ে ১০টা থেকে গাড়ী লোড-আনলোড করতে হবে। শহরের কোথাও ফুটপাতে দোকান বসতে দেয়া হবে না।' আর যেকোন সমস্যা নিরসণে  পুলিশের পাশাপাশি সবাইকে কাজ করার তিনি আহবান  জানান। 


মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন ও আব্দুল জলিল, নন্দীগ্রাম সার্কেলের অতিঃ পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক খলিলুর রহমান সহ বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন।