কাঠের বিকল্প হিসেবে বাঁশের তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে হবে: ড. হোসনে আরা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৫ মে ২০১৯ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

দেশের বনভূমি রক্ষায় কাঠের বিকল্প হিসেবে বাঁশের তৈরি পণ্যের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। বাঁশের যোজিত পণ্য তৈরি বিষয়ক রোববার এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বাঁশের তৈরী ফার্নিচার ব্যবহার করলে একদিকে যেমন গাছের উপর চাপ কমবে অন্যদিকে পরিবেশও রক্ষা পাবে।’  
বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) আয়োজনে টিএমএসএসের ফাউন্ডেশন অফিসের কনফারেন্স হলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ওই সংস্থার রিসার্চ অফিসার সাদ্দাম হেসেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক আব্দুস সালাম, উপ-পরিচালক জাকিয়া সুলতানা ও টিএমএসএস কৃষি উৎপাদন বিভাগ প্রধান ফুয়াদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন  বিএফআরআই‘র ফিল্ড ইনভেস্টিগেটর  রাকিবুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে বাঁশের যোজিত আসবাব পত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়।