নির্বাচকের দায়িত্ব ছাড়ছেন ইমজামাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০১৯ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান এবং অধিনায়ক ইনজামাম উল হক ২০১৬ সালে পিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব নেন। ইংল্যান্ড বিশ্বকাপের দলও তার নেতৃত্বেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেই বিশ্বকাপের আগেই পিসিবি'র প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো কাজ করলেও সমালোচনা আছে ইনজামামের নামে। তিনি তরুণদের দলে ডেকে যেমন প্রশংসা কুড়িয়েছেন। তেমনি সমালোচনাও শুনেছেন। সব চেয়ে বেশি সমালোচনা সহ্য করতে  হয়েছে সর্বশেষ তিন সিরিজের জন্য (নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া)। ইনজামাম দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেন। তরুণদের সুযোগ করে দেন। ম্যাচ হেরে পাকিস্তানকে খেসারতও দিতে হয়।

ওখানেই কথাটা বেশি উঠেছে। বিশ্বকাপের আগে মূল ক্রিকেটারদের বিশ্রামে দলের হার ভালোভাবে নেয়নি কেউ। ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কিত অনেকে সমালোচনা করেন তার। সেজন্য প্রধাণ নির্বাচকের চেয়ার ছাড়তে চাচ্ছেন ইমজামাম। পাকিস্তানের সংবাদ মাধ্যম 'ডন' এক সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে। তবে কবে নাগাদ নির্বাচকের পদ থেকে ছাড়বেন বা ছাড়তে পারেন সে ব্যাপারে তারা কিছু জানায়নি।