আদমদীঘিতে ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আদমদীঘি (উপজেলা) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

বগুড়ার আদমদীঘিতে  জাকিয়া জান্নাত (১২) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।  শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।  জাকিয়া জান্নাত উপজেলা সদরের আইপিজে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।  এ ঘটনায় তার বাবা আব্দুর রশিদ রোববার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।  তাতে তিনি প্রতিবেশী নাজমুল ইসলাম নামে কলেজ পড়ুয়া এক যুবককে সন্দেহ করার কথা বলেছেন। তার অভিযোগ, নাজমুল সহযোগীদের দিয়েই তার কন্যাকে ফুসলিয়ে অপহরণ করেছে।  

পুলিশ জানায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ একটি ওষুধ কোম্পানীতে বিক্রয় হিসেবে আদমদীঘিতে কর্মরত রয়েছেন।   তিনি আদমদীঘি উপজেলা সদরের গো-হাটি এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-কন্যাকে নিয়ে বসবাস করেন।
আব্দুর রশিদের ভাষ্যমতে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়ে জাকিয়া স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেড়িয়ে যায়। পরে আর ফিরে আসেনি।  স্বজনরা সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।  আব্দুর রশিদ জানান, শনিবার রাতে তিনি জানতে পারেন পাশের বাসার কলেজ ছাত্র নাজমুল ইসলাম সহযোগীদের মাধ্যমে ফুসলিয়ে তার কন্যাকে অপহরণ করেছে।  তিনি বলেন, বিষয়টি জানার পরে রোববার আমি আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দাখিল করি।  কিন্তু পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি।  
আদমদীঘি থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, তারা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।