বগুড়ায় সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ০৬ মে ২০১৯ ০৭:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) পবিত্র রমজান উপলক্ষ্যে সারাদেশের মত বগুড়াতেও সাশ্রয়ী মূল্যে পাঁচ রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। সোমবার জেলার সার্কিট হাউজের সামনে রাস্তার পাশে মিনি ট্রাকে করে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা বুট এবং খেজুর ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। বাজারের চেয়ে প্রতি কেজিতে গড়ে প্রায় ১৫ টাকা কমে ক্রেতারা সারিবদ্ধভাবে লাইন ধরে এসব পণ্যসামগ্রী ক্রয় করেন।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত তিনজন বিক্রেতা পণ্যগুলো বিক্রয় করেন। তারা জানায়, রমজানের শেষ দিন পর্যন্ত ন্যায্যমূল্যে টিসিবির এসব পণ্যসামগ্রী বিক্রি করা হবে।
 

পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবির উদ্যোগে গত ২২ এপ্রিল থেকে ঢাকাসহ সারাদেশে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। এই কর্মসূচির অধীনে দুই থেকে আড়াই হাজার টন ভোজ্য তেল, দুই হাজার টন চিনি, এক হাজার থেকে এক হাজার একশ টন মসুর ডাল, এক হাজার পাঁচশ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রয় করা হবে। সারা দেশে ট্রাকে করে ১৮৭ টি স্পটে, রাজধানীতে ৩৫ টি স্পটে, চট্টগ্রামে ১০ টি স্পটে, প্রতিটি বিভাগে ৫ টি করে এবং প্রতিটি জেলায় ১ টি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এই পণ্যসামগ্রী বিক্রয় শুরু করেছে।
 

টিসিবির পণ্য কেনার পর মালতিনগরের মোহাম্মদ রুপম 'পুণ্ড্রকথাকে ' জানায়, পণ্যগুলো বাজারের চেয়ে এখানে সাশ্রয়ী মুল্যে এখানে পাচ্ছি। তাই কিনলাম। বোনের বাড়ি পাঠাবো এগুলো। 
পুর্ব পালশার মিমি 'পুণ্ড্রকথাকে '  জানায়, এই বছরই প্রথম কিনলাম। বাজারের তুলনায় এখানকার পণ্যের দাম একটু কম। আশা করি পণ্যের মান ভালোই হবে। 
কলোনীর রওশন 'পুণ্ড্রকথাকে ' জানায়, উপার্জনের তুলনায় বাজারের জিনিসপত্রের দাম অনেক বেশী। মেয়ে সরকারি বালিকাতে পড়ে। গতকাল স্কুল থেকে বাসায় ফেরার পথে সে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি দেখতে পায়। এরপর বাসায় গিয়ে বিষয়টি আমাকে জানায়। তাই আজ কিনতে এসেছি।