রবীন্দ্র পুরস্কার ২০১৯ পেলেন যারা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০১৯ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫১ বার।

রবীন্দ্রসাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদ-কে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার- ২০১৯ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২৫শে বৈশাখ ১৪২৬ তথা ৮ই মে ২০১৯ সকাল ১১ টায় বাংলা একাডেমি আয়োজিত ১৫৮তম রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

ইতিপূর্বে যারা বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার-এ ভূষিত হয়েছেন- শিল্পী কলিম শরাফী এবং অধ্যাপক ড. সনজীদা খাতুন (২০১০) , আহমদ রফিক এবং শিল্পী অজিত রায় (২০১১) , অধ্যাপক আনিসুর রহমান, শিল্পী ফাহমিদা খাতুন এবং শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান (২০১২) , অধ্যাপক ড. করুণাময় গোস্বামী এবং শিল্পী পাপিয়া সারোয়ার (২০১৩) ,  মনজুরে মওলা এবং শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৪) , অধ্যাপক সনৎকুমার সাহা এবং সাদী মহম্মদ (২০১৫); সৈয়দ আকরম হোসেন এবং শিল্পী তপন মাহমুদ (২০১৬), অধ্যাপক হায়াৎ মামুদ এবং মিতা হক (২০১৭), আবুল মোমেন এবং শিল্পী ফাহিম হোসেন চৌধুরী (২০১৮)।