শেরপুরের ছাতিয়ানি বাজারে গণচুরি: মালামাল লুট

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানি বটতলা বাজারে গণচুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরদল রোববার রাতে বাজারের ছয়টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১২লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। সোমবার সকালে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

ভুক্তভোগীরা জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি বাজার মার্কেটে রোববার গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর নজরুল ইসলামের কাপড়ের দোকান থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও তিন লাখ টাকার কাপড়, চাঁন মিয়ার দোকান থেকে আড়াই লাখ টাকার কাপড়, টুটুল মিয়ার দোকান থেকে দেড় লাখ টাকার, আব্দুল্লাহ শেখের দোকান থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কাপড়, আব্দুল মমিনের স্টুডিও থেকে নগদ আড়াই হাজার টাকা ও শহিদুর রহমানের চা স্টল থেকে একটি এলইডি টেলিভিশন নিয়ে চলে যায়। 

শেরপুর থানার এএসআই মো. নান্নু মিয়া চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।