বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ মে ২০১৯ ১১:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯২ বার।

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় ওই অভিযানে শহরের চাঁদনীবাজারের কাঁঠালতলা থেকে শাহ ফতেহ আলী মাজার ব্রীজ পর্যন্ত ফুটপাতের সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় এক ট্রাক পরিমাণ অবৈধ দোকানের মালামালও জব্দ করেন  ভ্রাম্যমাণ আদালত। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আদালতের কার্যক্রমে র‍্যাব-১২ এর সদস্যরা এবং পৌরসভার বাজার পরিদর্শক আব্দুল হাই সহায়তা করেন। 

অভিযান প্রসঙ্গে জি এম রাশেদুল ইসলাম পুণ্ড্রকথাকে জানান, জোনাল স্যাটেলমেন্ট অফিসে  টাউট আইনের আওতায় এক দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর সেখান থেকে  বগুড়া শহরের  ফুটপাতের  অবৈধ দোকান উচ্ছেদে  অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন,  'ফুটপাত দখলমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'