দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহতঃ আহত ৩

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০১৯ ১১:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৯ বার।

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কোচের হেলপার আরিফ শেখ(৩০) নিহত হয়েছেন। নিহত আরিফ নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভবানীপুর শেখ পাড়া গ্রামের রহিদুল শেখের ছেলে। এ ঘটনায় কোচের আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার সন্যাসবাড়ী গ্রামের আলতা বেগম(৩৫), মান্দা উপজেলার কয়াপাড়ার শাহনাজ বেগম(৩০) ও বগুড়ার শেরপুর ঘোষপাড়ার সুভাষ রায়(৫০)। এদের মধ্যে গুরতর আহত আলতা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই কোচের চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। 


থানাসূত্রে জানা যায়, ঘটনারদিন ভোরে ঢাকা থেকে যাত্রীবাহী কোচ আরবি ট্রাভেল্স (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৭১২) নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে দুপচাঁচিয়ার বাজারদীঘি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে তাল গাছের সঙ্গে স্বজোরে ধাক্কা লাগে। এতে কোচের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় কোচের সামনের ছিটে বসে থাকা হেলপার চাপা পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন এবং কোচের ভিতরে চাপা পড়ে নিহত হেলপারকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটকে খবর দিলে তারা নিহতের লাশ উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার এসআই আব্দুর রাজ্জাক কোচ দুর্ঘটনায় একজন নিহতের কথা নিশ্চিত করেছেন।