জিটিভির স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

সীতাকুণ্ডের বড় দারোগারহাট থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির স্টিকার লাগানো একটি কার থেকে ১৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। খবর দেশ রুপান্তর 

সোমবার রাত ১টায় নিয়মিত তল্লাশি চলাকালে গাড়িসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মোসলেহ উদ্দিন (৩৫), নাজিম (৩৬), মো. সায়িম (২৭) ও চালক মুরাদ আলম (২২)। এদের মধ্যে নাজিমের নামে ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।

থানা সূত্রে জানা যায় তল্লাশি চলাকালীন জিটিভির স্টিকার লাগানো একটি গাড়িকে সন্দেহ হলে থামাতে বলে পুলিশ। কিন্তু চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয়। পুলিশ ধাওয়া করে থামালে গাড়িতে থাকা মোসলেহ উদ্দিন ও নাজিম নিজেদের সাংবাদিক পরিচয় দেয় ও জিটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটুর ভিজিটিং কার্ড দেখায়। এ সময় তল্লাশিতে পুলিশ তাদের কাছ থেকে এক হাজার তিন শত ত্রিশ পিস ইয়াবা উদ্ধার করে। পরে গাড়িসহ তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, ‘জিটিভির স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। আটকের পর তারা জানায় গাড়ির মালিক জিটিভির সাংবাদিক অনিন্দ্য টিটু। কিন্তু আমরা যোগাযোগ করলে তার কোন গাড়ি নেই বলে তিনি জানান। এ ঘটনায় আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে’।