এবার বইয়ের পাতায় সঞ্জয় দত্তের জীবনী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০১৯ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

সঞ্জয় দত্ত। অভিনেতার জীবনী নিয়ে সিনেমা হয়েছে গত বছর। এবার বইয়ের পাতায় তুলে ধরা হলো সঞ্জুর জীবনকে। লেখক তথা পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

রূপা প্রকাশনীর তরফে প্রকাশ করা হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের লেখা সেই বই সঞ্জয় দত্ত- ওয়ান ম্যান, মেনি লাইভস।

লেখক ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের লেখা এই বইয়ে শুধু অভিনেতা সঞ্জয় দত্তই নন, উঠে আসবে তার ব্যক্তিগত জীবন।

এর আগে লেখক রামকমল মুখোপাধ্যায়ের কলমে উঠে এসেছিল বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর জীবন।

এবার লেখক সঞ্জয় দত্তর জীবন উঠে আসবে তার লেখা বইয়ের পাতায়।

এ প্রসঙ্গে রামকমল মুখোপাধ্যায় বলেন, “আমি সাংবাদিক হিসেবে সঞ্জুর সঙ্গে অনেকবার দেখা করেছি। তবে ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো যোগাযোগই আমার নেই। তবে আমার মনে হয় তিনি এমন একজন তারকা যার নাম বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে বার বার জুড়ে গেছে। তাই তাকে মানুষ অনেক বেশি ভুল বুঝেছে।”

রামকমল বলেন, “এই বইটা লেখার জন্য আমি প্রায় দুবছর গবেষণা করে এটাই উপলব্ধি করেছি। আমি বুঝেছি এই পেশীবহুল বিশাল মানুষটার ভেতরে রয়েছে একটা শান্ত চোখ, ছেলেমানুষের মতো মন। এই বইয়ে সেকথাই উঠে আসবে।”

সঞ্জয় দত্ত এমন একজন অভিনেতা কিংবা চরিত্র, যার জীবন বার বার মানুষের মনে দাগ কেটেছে, কিছুদিন আগে রাজকুমার হিরানির ছবিতে উঠে এসেছে সঞ্জয় দত্তর জীবন।