স্ত্রীকে ঘুম পাড়াতে ‘স্লিপবক্স’ বানালেন জাকারবার্গ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

বাচ্চাদের চিন্তায় ভোররাতে ঠিকমতো ঘুমাতে পারেন না ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চান। সেটি দেখে চিন্তিত জাকারবার্গ বানিয়ে ফেলেছে নতুন এক প্রযুক্তি, যার নাম দিয়েছেন ‘স্লিপবক্স’।

রোববার জাকারবার্গ নিজের মালিকানধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্লিপবক্সের বিস্তারিত জানিয়েছেন।

‘সে (স্ত্রী) প্রতিরাতে ঘুমের ভেতর জেগে ওঠে। বাচ্চাদের ওঠার সময় হয়েছে কি না, এই চিন্তায় তার ঘুম ভেঙে যায়। গভীর রাতে এভাবে জাগার পর আর ঘুমাতে পারে না,’ ক্যাপশনে লিখেছেন নামকরা এই প্রযুক্তিবিদ।

জাকারবার্গ জানান, এই বক্সটি স্ত্রীর বিছানার পাশে থাকে। সেখান থেকে ভোর ছয়টা এবং সাতটা পর্যন্ত মৃদু আলো বের হয়।

এর আগে ঘুম ভেঙে গেলে প্রিসিলাকে আর ঘড়ি দেখতে হয় না। নিশ্চিন্তে তিনি ঘুমাতে পারেন। কারণ তখন স্লিপবক্স থেকে কোনো আলো আসে না। ঠিক ছয়টা বাজলে আলো জ্বলে। ওই আলোতে আবার ঘুমাতেও সমস্যা হয় না। কেবল আলো দেখলেই তিনি বুঝতে পারেন সন্তানদের জাগার সময় হয়েছে।

জাকারবার্গের এই আবিস্কারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশংসা করেছেন। কেউ বলছেন, অন্যদের জন্যও এই বক্স বানানো শুরু করা উচিত।