জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০১৯ ০৬:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৭ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত  পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ২০১৮ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষের  ১৩ এপ্রিল ও ৪ মের স্থগিত পরীক্ষা ২২ মে এবং ২৫ মে, ২০১৭ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষের (বিশেষ) ৪ এপ্রিলের স্থগিত পরীক্ষা আগামী ৯ মে, ২০১৭ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষের (বিশেষ) ৫ মের স্থগিত পরীক্ষা আগামী ২১ মে, ২০১৮ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৪ মে এবং ৫ মের স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী ১৬ মে এবং ১৭ মে, ২০১৮ খ্রিষ্টাব্দের বিবিএ (প্রফেশনাল) ২য় বর্স ৪র্থ সেমিস্টার এবং বিএড অনার্স ২য় বর্ষ ৪র্থ সেমিস্টারের ৪ মের স্থগিত পরীক্ষা আগামী ১১ মে এবং ২০১৮ খ্রিষ্টাব্দের বিএসএড ৫ মের স্থগিত পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।