অ্যাডভোকেট শাহীন হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বগুড়া আইনজীবী সমিতির অবস্থান ধর্মঘট

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০১৯ ১২:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯০ বার।

বগুড়া জেলা আইনজীবী সমিতির সদস্য মাহবুব আলম শাহীন হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার  আইনজীবীরা দুপুরে আদালত চত্বরের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছেন। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা ওই কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের আইনজীবীরা অংশ নেন।
গত ১৪ এপ্রিল রাতে শহরের উপশহর বাজার এলাকায় দৃর্বৃত্তরা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাত করে হত্যা করে। আইনজীবী শাহীন বিএনপির রাজনীতিতে সম্পৃত্ত ছিলেন। তিনি ওই দলের বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই হত্যাকা-ের দু’দিন পর তার স্ত্রী আকতার জাহান শিল্পী বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১০জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে তিনি তার শাহীনকে পরিবহন ব্যবসায়ী উল্লেখ করে বলেন মালিক সমিতির দ্বন্দ্বের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। 
ওই মামলায় পুলিশ এ পর্যন্ত আমিনুল ইসলামসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রাশেদ ও পায়েল নামে দুই আসামী ওই হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। জবানবন্দীতে তারা পরিবহন মালিক সমিতির এক বড় ভাইয়ের নির্দেশে শাহীনকে হত্যার কথা স্বীকার করে।
অবস্থান ধর্মঘট চলাকালে বক্তারা অভিযোগ করেন, শাহীন হত্যা মামলার প্রধান আসামী বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নিলেও তার কাছ থেকে কি তথ্য পাওয়া গেল তা জানানো হয়নি। এছাড়া এজাহারভুক্ত অধিকাংশ আসামীকে পুলিশ এখনও গ্রেফতার করেনি। এই অবস্থায় গুরুত্বপূর্ণ ওই মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কোন আইনজীবীকে নিহত শাহীন হত্যা মামলার আসামীর পক্ষে আইনী লড়াই না চালানোর কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, সহকর্মী শাহীন হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীরা রাজপথ এবং আদালতে লড়াই চালিয়ে যাবে।
বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মোমিন, অ্যাডভোকেট টুকু ও অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন।