২০ দলীয় জোট থেকে অনেকই পালাতে শুরু করেছে: হাছান মাহমুদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০১৯ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

২০ দলীয় জোট থেকে এখন অনেকেই পালাতে শুরু করেছে। একইভাবে বিএনপি থেকেও অনেকে পালানো শুরু করেছে বলে মন্তব্য বলে মন্তব্য করেন  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর দেশ রুপান্তর 

বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৯তম জন্মবার্ষিকী' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ২০ দলীয় জোটের শরিক আন্দালিব রহমান পার্থ ঘোষণা দিয়েছেন, তিনি আর জোটে থাকবেন না। আপনারা দেখেছেন, বিএনপি থেকে অনেকে পদত্যাগও করেছে। আমরা বিএনপির এমন দশা হোক চাই না। আমার আশা করেছিলাম, বিএনপির জন্ম ভালো না হলেও তারা ভালো হওয়ার চেষ্টা করবে। তারা সেখানেও ব্যর্থ হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির সেনাপতি তারেক রহমান থাকেন যুদ্ধের মাঠ থেকে কয়েক হাজার মাইল দূরে। এ জন্য তাদের দলের এ অবস্থা। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করছে। এই অপচেষ্টা চালিয়ে কোনো লাভ নেই। তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত,  ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।’

‘ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। জনবিচ্ছিন্নতার আরেকটি বড় কারণ হচ্ছে, এদের দলে কোনও আদর্শ নেই। এ দলের নেতাদের মধ্যেও কোনও আদর্শ নেই। তারা ক্ষমতার জন্য রাজনীতি করে।’

আলোচনা সভায় প্রীতিলতার কথা স্মরণ করে  তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে রাজনীতিতে আদর্শের বড় অভাব। তাই প্রীতিলতার জীবনীগ্রন্থ আমাদের বেশি বেশি পড়তে হবে। রাজনীতি যে একটা মহান আদর্শ, সেই আদর্শের জন্য প্রয়োজনে দেশের তরে জীবনও বিসর্জন দিতে হয়, প্রীতিলতা আমাদের সেই শিক্ষাই দেন।’

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যরিস্টার জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।