বগুড়ায় ডিজিএফআই'র কর্মকর্তা পরিচয়ে এক প্রতারক আটক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ মে ২০১৯ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২৬ বার।

বগুড়ায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই)  কর্মকর্তা পরিচয়ে  নুর ইসলাম (২৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতমাথার  পার্ক রোড থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক বগুড়া  শহরের দক্ষিণ ফুলবাড়ির জাহিদ হোসেন খলিফার ছেলে। 

পুলিশ সূত্র জানান,  বুধবার রাতে আটককৃত নূর পুলিশকে ফোনে জানায় শহরের তিনমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। পুলিশ তার পরিচয় জানতে চাইলে নূর নিজেকে ডিজিএফআই’র কর্মকর্তা বলে দাবী করেন।

 
তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সদর থানার উর্ধবতন পুলিশ কর্মকর্তাকে জানান।  পুলিশ তার পরিচয় নিশ্চিতকরণে খবর নেয়া শুরু করে। কিন্তু পুলিশ নূর ইসলাম নামে ডিজিএফআই”র কোন কর্মকর্তা নেই বলে খবর পান। পরে পুলিশ মোবাইল ফোনের নাম্বারের সূত্র ধরে শহরের সাতমাথা এলাকা তার অবস্থান জানতে পারেন। নূরের পরিচয় এবং অবস্থান নিশ্চিত হয়েই পুলিশ বৃহস্পতিবার সকালে পার্ক রোডের তার শ্বশুর বেলাল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করে।

 
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, আটককৃত নূর ইসলাম এর আগেও তিনমাথা এলাকায় একটু আবাসিক হোটেলে ডিজিএফআই’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেছিলেন। কিন্তু এবার তার প্রতারণা সহজেই পুলিশ ধরতে সক্ষম হয়েছে। 
তিনি আরও জানান, নূরের বিরুদ্ধে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।