বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ ম্যাচ আয়োজন করছে বিসিবি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০১৯ ০৭:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

বড়পরিসরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যে।

দেশের ক্রিকেট অঙ্গন মুখর হয়ে উঠবে সময়ের বাঘা বাঘা মহাতারকাদের দিয়ে।

স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাচ দুটি আয়োজন করা হবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

বৃহস্পতিবার বিসিবি সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ মাসের ১৯ ও ২০ তারিখে এ ম্যাচ দুটি হওয়ার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। তবে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘ইতিমধ্যে আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি। যেখানে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি আয়োজন করার আবেদন করা হয়েছে। বিষয়টি এগোলেই আমরা ভেন্যু চূড়ান্ত করব।’

এমন পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আগামী বছর আমরা বঙ্গবন্ধুর শততম জন্মদিন এবং দেশের পঞ্চাশ বছরপূর্তি উদযাপন করব। বছরটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক অধ্যায়। তাই আমরা এমন কিছু করতে চাইছি, যাতে বিশ্বের মনযোগ আমাদের দিকে পড়ে।’

বিশ্ব একাদশ ও এশিয়া একাদশে কোন খেলোয়াড়রা থাকবেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।