‘অবিশ্বাসের’ ধাক্কায় ফেসবুক ভাঙতে তোড়জোড়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০১৯ ১০:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

ব্যবহারকারীর বিশ্বাস রক্ষা করতে না পারার অভিযোগ থেকে এখনো রেহাই মিলছে না ফেসবুকের। আমেরিকার সিনেটর থেকে শুরু করে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ক্রিস হিউজ পর্যন্ত এই কোম্পানিকে ভেঙে তিনটি আলাদা প্রতিষ্ঠানে রূপান্তরের তাগাদা দিচ্ছেন।

ফেসবুক অবশ্য তাতে নারাজ। ক্রিস হিউজের অমন মন্তব্যের পর প্রতিষ্ঠানটি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

ব্যবহারকারীর প্রাইভেসি রক্ষা করতে না পারায় ফেসবুক বিভিন্ন দেশে সমালোচনার শিকারে পরিণত হয়েছে। তারা বিজ্ঞাপনের জন্য যেভাবে ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে, সেটি নিয়েও অভিযোগ আছে।

ফেসবুকের ২ বিলিয়নের বেশি ব্যবহারকারী। এই প্রতিষ্ঠানটির অধীনে থাকা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে প্রত্যেকটির ১ বিলিয়নের বেশি করে ব্যবহারকারী রয়েছে।

২০১২ সালে ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয়। দুই বছর বাদে কিনে নেয় হোয়াটসঅ্যাপ।

হিউজের পরামর্শ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে আলাদা প্রতিষ্ঠানে পরিণত করার।

কিন্তু ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, এটি করার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রস্তাবিত ইন্টারনেট আইনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।