বাজার স্থিতিশীল রাখতে তিনটি বাজার মনিটরিং কমিটি গঠন

শেরপুরে ভেজাল বিরোধী অভিযান : সাত প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০১৯ ১৩:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

পবিত্র রমজানকে ঘিরে বগুড়ার শেরপুরে ভেজাল বিরোধী অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তিনটি বাজার মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। ইতিমধ্যে এসব কমিটির সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ওজমে কম দেয়া ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওইসব প্রতিষ্ঠান থেকে মোট ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার  বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই জরিমানা আদায় করেন। পাশাপাশি ভেজাল বিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠাসহ নানা অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে ব্যবসায়ী ও ক্রেতাসাধরণকে সচেতন করেন তিনি। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেয়া ও পাটজাত পণ্য ব্যবহার না করায় জলযোগ বেকারির ৫হাজার টাকা, চৈতী দই ঘরকে ৫হাজার টাকা, বৈকালি বেকারিকে ৫হাজার টাকা, দই বাজারকে ৫হাজার টাকা, ভিআইপি দই ঘরকে ৫হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আসমা ফার্মেসীর ৫হাজার এবং মাহী মেডিসিন কর্নারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা মো. লিয়াকত আলী সেখ। এই কর্মকর্তা আরও জানান, রমজানকে ঘিরে যাতে কোন সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে এজন্য উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ ও আমার নেতৃত্বে তিনটি বাজার মনিটরিং কমিটি মাঠে কাজ করছে বলেও জানান তিনি।