লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০১৯ ০৬:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

লক্ষ্মীপুর পৌর শহরের আধুনিক প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রেজিয়া বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহেতর বিক্ষুব্ধ স্বজনরা শহরের আধুনিক প্রাইভেট হাসপাতাল ভাঙচুর করে ঘণ্টাব্যাপী অভিযুক্ত চিকিৎসক এসহাক ভূঁইয়াকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর সমকাল অনলাইন 

নিহতের স্বজনদের অভিযোগ, শহরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের স্ত্রী রেজিয়া বেগম ভাঙা হাত নিয়ে চিকিৎসার জন্য আসেন আধুনিক হাসপাতালে। শুক্রবার সকালে ভর্তির পর রাত ১০ টার দিকে ওই রোগীকে অচেতন করে হাতের অপারেশন করেন হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক এসহাক ভূঁইয়া। অপারেশনের পর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ওই রোগীর জ্ঞান ফেরেনি। এ সময় চিকিৎসকের পরামর্শে দায়িত্বরত একজন নার্স রোগীকে একটি ইনজেকশান পুশ করেন। এর কিছুক্ষণ পরই রোগী মারা যান। এ ঘটনার পর রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের স্টাফ ও নার্সরা সবাই পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের মেয়ে বিউটি আক্তার জানান, ভুল চিকিৎসায় তার মা রেজিয়া বেগমের মৃত্যু হয়েছে।

নিহতের ছেলে আবু তাহের জানান, চিকিৎসক এসহাক ভূঁইয়া ভুল অপারেশন করার কারণে তার মা গেছেন। পরে চিকিৎসকরা তাদের জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। 

তবে হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন, অপারেশন শেষে রোগীর জ্ঞান ফিরলে বেডে নিয়ে যাওার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

এসহাক ভূঁইয়া বলেন, ভুল চিকিৎসায় নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন রোগী।

সদর থানার এসআই আব্দুল মতিন বলেন, রোগীর মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা লোকমান হেসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।