নার্স তানিয়া ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০১৯ ১০:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৭ বার।

চলন্ত  বাসে নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বগুড়ায় নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। দুপুর ১২টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় নার্সিং কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দও অংশ নেন। 
মানববন্ধন থেকে বক্তারা বর্বরোচিত ওই হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, তানিয়াকে যারা ধর্ষণের পর হত্যা করেছে তাদের যদি বিচার না হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
গত ৬ মে ঢাকা থেকে স্বর্ণলতা বাসে বাড়ি আসার পথে রাত ৮টার দিকে বাজিতপুরে উপজেলার পিরিজপুর জামতলী এলাকায় গণধর্ষণের পর শাহিনুর আক্তার তানিয়াকে হত্যা করা হয়। তানিয়া কাটিয়াদী উপজেলার লোহাজুরী ইউয়িনের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। ওই ঘটনায় জড়িত স্বর্ণলতা বাসের চালক ও হেলপারসহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের মধ্যে চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়া ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বগুড়ায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন বগুড়া নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রভাষক মঞ্জুর হোসেন, রাশিদা বেগম আলো, প্রদর্শক বাদশা মিয়া, শিক্ষার্থী ফরিদুল হাসান, সোহেলা পারভিন ও নূরুন নাহার খাতুন প্রমুখ।