আয়োজনে সরঃআঃহক কলেজের তীর

বগুড়ায় পরিযায়ী পাখি দিবস পালিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০১৯ ১৩:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

‘পাখি সুরক্ষায় প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে কলেজের পরিবেশবাদী সংগঠন তীর’। পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে শনিবার সকাল ১০ টায় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন কলেজের উপাধক্ষ্য প্রফেসর মোঃ ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রানিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ টি এম মাহবুবুল হান্নান, তীরের উপদেষ্টা মোঃ মোখলেছুর রহমান মুকুল, মোঃ শাহজাহান আলী, মোঃ শামসুল হক, মোঃ মাসুদ রানা, তীরের সভাপতি মোঃ আরাফাত রহমান ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম , কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ মনজিলা খাতুন, সহ প্রচার সম্পাদক মোঃ রিফাত হাসান, সদস্য হোসেন রহমানসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।